[gtranslate]

সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে সাংবাদিক রেজা আহমদ


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ১০, ২০২৩, ৩:৩৮ অপরাহ্ণ / ২৩
সিসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে আসার সমূহ সম্ভাবনা রয়েছে সাংবাদিক রেজা আহমদ

স্টাফ রিপোর্টার:  এবারের আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে চ্যানেল আই ইউরোপের সাবেক চেয়ারম্যান এবং আই পি টিভিতে বাংলা ভাষায় প্রচারিত ইউকে ইউরোপের প্রথম টিভি, চ্যানেল ইউরোপ টিভির চেয়ারম্যান ও সি ই ও রেজা আহমেদ ফয়সল চৌধুরী শোয়ব অংশ গ্রহণ করতে দেশে আসবেন বলে জানা গেছে।তার এক একান্ত নিকটজন সুত্রে এ খবর পাওয়া গেছে।সূত্র ব্যাক্তির দেয়া তথ্যমতে সুয়েব চৌধুরীর সাথে +447717637137 এই নাম্বারে যোগাযোগ করা হলে শোয়ব চোধুরী ফোন ধরেননি, যিনি ফোন ধরেছিলেন তিনি বললেন উনি একটি মিটিং এ। কোনো ম্যাসেজ থাকলে বলুন। বলেছিলাম আমরা শুনেছি তিনি সিলেটের সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন? তিনি বললেন ভাই আমিও শুনেছি। তবে চুড়ান্ত বক্তব্যে তার কাছ থেকে জানতে হবে। আপনি ঘন্টাখানেক পরে ফোন করুন। আমরা ঘন্টা খানেক পরে ফোন করলে ফোনটি রিসিভ করেননি। উল্লেখ্য সাংবাদিক ফয়সল চোধুরীকে বছর খানেক আগে দেশের একটি প্রথম শ্রেনীর দৈনিক রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে খবর প্রকাশ করেছিল। ফয়সল চৌধুরী লন্ডনে বসবাস করলেও তিনি দেশের বিখ্যাত দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার কন্ঠ। শোয়েব চৌধুরীর দেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাঠলী গ্রামে। পৈত্রিক নিবাসে জন্ম হলেও তার বেড়ে ওঠা সিলেট শহরের কাজিটুলায়। ৮০ র দশকে তার একটি প্রেস ব্যাবসা ছিলো সিলেট নগরীর সুবহানী ঘাট। 90 দশকে তিনি সিলেট থেকে প্রকাশ করেছিলেন সাপ্তাহিক সিলেট কথা। তারপর তিনি লন্ডনে পাড়ি জমান। লন্ডনে বসেও তিনি থেমে ছিলেন না। লন্ডনের বাংলা সাপ্তাহিকে নিয়মিত কলাম লিখতেন। 2007/8 সালে তিনি প্রিন্ট মিডিয়া ছেড়ে ইলেকট্রনিকস মিডিয়ায় যোগদেন। লন্ডন থেকে সম্প্রচারিত চ্যানেল এস র ডিরেক্টর অব কমিউনিকেশনস হিসেবে কাজ করেন। 2008 সালের মাঝামাঝি সময়ে চ্যানেল আই ইউরোপের সিইও হিসাবে কাজ করেন। 2009 থেকে 2018 পর্যন্ত চ্যানেল আই ইউরোপের মালিক অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। বর্তমানে ইউকে থেকে সম্প্রচারিত প্রথম বাংলা ভাষার আইপিটিভির চেয়ারম্যান ও সিইও দায়িত্ব পালন করছেন। তা ছাড়া তিনি বৃটেন সাংবাদিকদের শীর্ষ সংগঠন ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি।