[gtranslate]

সিলেট বিভাগীয় গণসমাবেশ  স্লোগানে স্লোগানে মুখরিত সিলেটের আলিয়ার মাঠ


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : নভেম্বর ১৭, ২০২২, ৪:৪০ অপরাহ্ণ / ২০
সিলেট বিভাগীয় গণসমাবেশ   স্লোগানে স্লোগানে মুখরিত সিলেটের আলিয়ার মাঠ

 

স্টাফ রিপোর্টারঃ সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার। আর এই সমাবেশকে ঘিরে তৃণমূল বিএনপির মধ্যে চাঙ্গা চাঙ্গা ভাব রয়েছে। সমাবেশ শুরুর একদিন পূর্বেই পূর্বনির্ধারিত সিলেট নগরের চৌহাট্টায় অবস্থিত সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। স্লোগানে স্লোগানে মুখরিত সিলেটের আলিয়ার মাঠ। এসময় বিএনপির নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, বর্তমান চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে নানা স্লোগান দিতে থাকেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় আলিয়া মাদ্রাসার মাঠ ঘুরে এমন চিত্র দেখা গেছে। সমাবেশস্থলে উপস্থিত নেতারা কর্মীরা জানান, ‘সরকার দেশের অন্যান্য গণসমাবেশ দেখে ভয়ে আছে। এজন্য সরকারের নির্দেশনায় পরিবহন সংগঠনগুলো স্থানীয়ভাবে ধর্মঘটের ডাক দিতে বলেছে। তারা বাধ্য হয়ে শনিবার সমগ্র সিলেট বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। তবে এভাবে আমাদের সরকার আটকে রাখতে পারবে না। আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নিজেদের মতো করে আজ (বৃহস্পতিবার) থেকে সমাবেশে আসতে শুরু করেছেন। ইতিমধ্যে অনেক নেতাকর্মীরা সমাবেশস্থলে এসে পৌঁছেছেন। আজ (বৃহস্পতিবার) রাত এবং আগামীকাল শুক্রবার দিনসহ রাতের মধ্যে পুরো সিলেট বিভাগের লক্ষাধিক বিএনপি নেতাকর্মী আলিয়া মাঠে এসে জড়ো হবেন। ’সমাবেশস্থলে ঘুরে আরও দেখা গেছে- ‘মাঠের মঞ্চের দিক ছাড়া বাকি তিন দিকেই শামিয়ানা টানিয়ে জেলা-উপজেলা ও থানাভিত্তিক বড় বড় ক্যাম্প তৈরি করা হয়েছে। বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা নেতাদের ব্যবস্থাপনায় তৈরি করা হয়েছে এসব ক্যাম্প। সংশ্লিষ্ট এলাকার বিএনপির নেতাকর্মীরা শনিবারের আগে এসে পড়লে নিজ এলাকার নেতার ক্যাম্পে রাত্রিযাপন করবেন। ওই নেতার উদ্যোগেই তাদের খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এ লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন ক্যাম্পে রান্নার আয়োজন করা হয়েছে।