[gtranslate]

সাহিত্যিক আবিদ হোসেন স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ২২, ২০২৩, ৭:৪৭ পূর্বাহ্ণ / ১২৬
সাহিত্যিক আবিদ হোসেন স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদন:

শনিবার (২১ জানুয়ারি) বেলা তিনটায় মিরপুর-২ এ সিরাজগঞ্জ ভবনে কবি অধ্যাপক সাহিত্যিক শিশুসাহিত্যিক প্রকাশক( জাতীয় পুরস্কার প্রাপ্ত) সংঘটক গায়িকা চিত্রকর ও আরো অন্যান্য গুণের গুণবতী পিপিএমসি প্রতিষ্ঠাতা ও সভাপতি জুবাইদা গুলশান আরা হেনা আয়োজনে: পিপিএমসি’র ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৩ উদযাপন উপলক্ষে সাহিত্যিক আবিদ হোসেন স্মৃতি গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।, প্রতিষ্ঠিত প্রকাশনা সংঘটন ‘ এর অনুষ্ঠানে প্রাপ্তি ‘মহাকবি’ হিসেবে উত্তরীয় চাদর আকর্ষণীয় ব্যাগ ক্রেস্ট ও ‘আবিদ হোসেন স্মৃতি পদক ২০২০’ প্রদান করা হয়, অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামি লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বঙ্গবন্ধুর স্নেহধন্য পরমশ্রদ্ধেয় মোজাফর হোসেন পল্টু ভাইয়ের হাত থেকে। অনেক জ্ঞানী-গুণী ব্যক্তির উপস্থিতিতে চার ঘন্টাব্যাপী এই ঋদ্ধ অনুষ্ঠানে বেশ কয়েকজনকে উত্তরীয় ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। সবাইকে সুস্বাদু নাশতার প্যাকেট দিয়ে আপ্যায়নের মধ্য দিয়েই পবিত্র কোরান ও গীতা পাঠের মাধ্যমে শুরু করা বহুদিন মনে রাখার মতোই অনুষ্ঠানটি শেষ করা হয় অনুষ্ঠানের সভাপতি আয়োজক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি কবি অধ্যাপক জুবাইদা গুলশান আরা হেনার চমৎকার সমাপনী ভাষণ দিয়েই।, (মঞ্চে উপস্থিত ছিলেন একুশে পদক ও শিল্পকলা পদক প্রাপ্ত গুণী নৃত্যশিল্পী আমানুল হক সাহেব, অপর সংবর্ধিত গুণীজন দেশ বিদেশের প্রচুর পুরস্কার প্রাপ্ত ও ‘আবিদ হোসেন স্মৃতি পদক ২০২১’ এ ভূষিত কবিরত্ন জনাব আবদুল খালেক, সমাজসেবক ও প্রাক্তন ইউনিসেফ কর্মকর্তা মীরা মিত্র মাসিক ইছামতি পত্রিকার সম্পাদক ফিলোমিনা অরুণা গোমেজ শিশু সাহিত্যিক প্রফেসর মোঃ ফখরুল ইসলাম (ইলিয়াছ) এবং বীর মুক্তিযোদ্ধা কবি আখম সিরাজুল ইসলাম যিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন চমৎকার বক্তব্য ও স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে সম্পন্ন হয়েছেন পিপিএমসির প্রকাশনার ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী।