[gtranslate]

সারা দেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মে ২৬, ২০২৩, ১:০১ অপরাহ্ণ / ১৫২
সারা দেশে ঝড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস : আবহাওয়া অধিদপ্তর 

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার 

সারা দেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে দেশের ১৯ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ ঝড়ের আভাস দেওয়া হয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ (২৬শে মে) শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। আগামী ৭২ ঘন্টার মধ্যে বজ্র ও বৃষ্টিপাতের এ প্রবণতা হ্রাস পেতে পারে। এসময়ে বাড়তে পারে তাপমাত্রা। এদিকে, নদীবন্দরসমূহের সতর্কবার্তায় বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া টাংগাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, কক্সবাজার, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্রসহ বৃষ্টি এবং ঝড়ো বাতাস বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত।