[gtranslate]

সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রিক্সা চালক গোলজারে উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ২০, ২০২৩, ২:০২ অপরাহ্ণ / ২৩
সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে  রিক্সা চালক গোলজারে উদ্যোগে অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

হীমেল কুমার মিত্র, স্টাফ রিপোর্টার 

রংপুর মহানগর ১৮ নং ওয়ার্ড সাতগাড়া মিস্ত্রিপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে স্থানীয় একশত অসহায় পরিবারের মধ্যে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়ন, রংপুর মহানগর শাখার কার্যকারি সদস্য, গোলজার হোসেন (সদস্য নং-/০১৭)। আজ (২০ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে অসহায় মানুষের মাঝে তিনি সেমাই, দুধ, চিনিসহ বিভিন্ন খাদ্যপণ্য বিতরণকালে সাংবাদিকদের বলেন, আমি নিজেই সামান্য ১জন রিক্সা চালক। আমার ফ্যামিলির অবস্থা ও বেশি ভালো না, আমি ও গরীব তাই গরীবের দু:খ কষ্টের কথা বুঝি। আমাকে যখন রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়নে সদস্য পদে নেয় তারপর থেকে অনেকেই আমার কাছে সাহায্যের জন্য আছে, আমি আমার সার্জ মতন চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে। রংপুর মহানগর চার্জার রিক্সা-ভ্যান জাতীয় শ্রমিক ইউনিয়ন রংপুরে একটি আধুনিক ও উন্নত সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে দিন-রাত পশুর পরিশ্রম করে যাচ্ছি। আমার এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং আমার জন্য সকলেই দোয়া করবেন।