[gtranslate]

সাংবাদিক মাসুদ লস্কর কন্যা মেহেক এর জন্মদিন উদযাপন


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২৩, ৫:১৯ পূর্বাহ্ণ / ১১০
সাংবাদিক মাসুদ লস্কর কন্যা মেহেক এর জন্মদিন উদযাপন

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেস ক্লাবের সিলেট বিভাগীয় প্রধান, সাংবাদিকদের মুখপত্র ই-প্রেস নিউজ এর নির্বাহী সম্পাদক সাংবাদিক মাসুদ লস্করের কন্যা মেহেক রায়হান আরফা’র আজ জন্মদিন। জানা যায় ১৭ জানুয়ারি ২০১৮ ইংরেজি তারিখে পৃথিবীর আলো-বাতাস দেখে মেহেক। এক ছেলে ও এক মেয়ের মধ্যে মেহেক ছোট। ছেলে সাঈফ রায়হান অয়ন অষ্টম শ্রেণির ছাত্র। সাংবাদিক কন্যা মেহেক এর জন্মদিন উপলক্ষে আজ ১৭ জানুয়ারি মঙ্গল বার নিজ বাড়িতে পাড়ার ছোট সোনামনিদের নিয়ে ঘরোয়া পরিবেশে জন্মদিনের কেক কেটে জন্মদিন উদযাপন ও মসজিদ মাদ্রাসায় দানখয়রাতের মাধ্যমে দোয়ার আয়োজন করা হয়। সাংবাদিক কন্যার জন্মদিনে সাংবাদিক মাসুদ লস্কর সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।