[gtranslate]

শিবগঞ্জে সাব-রেজিস্টারের উপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ১৬, ২০২৩, ৪:৫২ অপরাহ্ণ / ২০
শিবগঞ্জে সাব-রেজিস্টারের উপর হামলার প্রতিবাদে কমলগঞ্জে মানববন্ধন 

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার ইউসুফ আলীর দপ্তরে এখতিয়ার বহির্ভূত হস্তক্ষেপকারী ও বর্বরোচিত হামলাকারী সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কমলগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের সামনে রেজিষ্টেশন পরিবার কমলগঞ্জের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়।

কমলগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মোঃ বখতিয়ার খাঁন এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাব-রেজিস্ট্রার রহমত উল্লাহ লতিফ মৌলভীবাজার দলিল লেখক সমিতির সভাপতি আং মছব্বির ,কমলগঞ্জ দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোঃ সামছুল আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোয়েব আহমেদ প্রচার সম্পাদক আব্দুস সালাম, অফিস সহকারী রথী বাবু প্রমুখ।

উক্ত মানববন্ধনে দলিল লেখক ও নকল নবিশগণ উপস্থিত ছিলেন।