[gtranslate]

শায়খ আব্দুল্লাহ হরিপুরী রাহ. জীবনগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান রোববার


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২২, ৩:১১ পূর্বাহ্ণ / ৩২
শায়খ আব্দুল্লাহ হরিপুরী রাহ. জীবনগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান রোববার

 

স্টাফ রিপোর্টার:

আগামী রোববার (২৮ আগস্ট) বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত সিলেট নগরীর দরগাহ গেইটস্থ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হবে শায়খ মাওলানা আব্দু্ল্লাহ হরিপুরী রাহ. জীবনবিষয়ক স্মারকগ্রন্থের পুনঃসংস্করণের প্রকাশনা অনুষ্ঠান।

উক্ত অনুষ্ঠানে সবাইকে অংশ গ্রহণের জন্য আহবান জানিয়েছেন স্মারক সম্পাদক, মদীনাতুন নূর ইউকের চেয়ারম্যান হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ।

কথায় আছে- যে জাতি তাঁর কালের গুণিজনকে স্মরণ করবে সে জাতির মধ্যে আরোও গুণিজন জন্ম নেবে। বরেণ্যদের জীবনেতিহাস পাঠ করলে চৈন্তিক দন্যতা দূর হয়। অলসতা কাবু করতে পারেনা। এগিয়ে যেতে প্রেরণা যুগায়।

খতীবে মিল্লাত মাওলানা শায়খ আব্দু্ল্লাহ হরিপুরী রাহমাতুল্লাহি আলাইহি। ১৯৯৮ ঈসায়ী সালে ইন্তেকাল করেছেন। এরপর চলে গেছে ২২ বছর। তিনি সিলেট জেলার জৈন্তাপুর উপজেলা হরিপুরে জন্মগ্রহণকারী এক অবিসংবাদিত আলেমে দ্বীন। তাঁর বহুমাত্রিক জীবনোধ্যায়ে রয়েছে আমাদের জন্য পাথেয়ের নানা উপকরণ।