[gtranslate]

শান্তিপূর্ণ পরিবেশে জগন্নাথপুরে ঈদুল ফিতরের জামাত সম্পন্ন 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ২২, ২০২৩, ১:৫৭ অপরাহ্ণ / ২৩
শান্তিপূর্ণ পরিবেশে জগন্নাথপুরে ঈদুল ফিতরের জামাত সম্পন্ন 

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ 

বিশ্ব মুসলিম এর ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের জামাত জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।  সিয়াম সাধনার মাস পবিত্র রমজানুল মোবারক শেষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের জামাত ২২ শে এপ্রিল রোজ শনিবার সকাল ৭ ঘটিকা থেকে ৮ ঘটিকার মধ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রায় পাঁচশতটি ঈদগাহ ও মসজিদে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অন্যান্য বছরের ন্যায় এবারও ঈদগাহ ও মসজিদ গুলোতে ছিল মুসল্লীদের ঢল। নামাজ শেষে পরম করুনাময় আল্লাহর সন্তুষ্টি লাভে দেশ ও বিশ্ববাসীর সুখ-শান্তি, সম্বৃদ্ধি, দীর্ঘায়ু ও সু- স্বাস্থ্য কামনায় মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের নিকট মোনাজাত করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। কোথাও কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণ সহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।