[gtranslate]

শান্তিগঞ্জে নাজাতুল উম্মাহ নূরাণীয়া হাফিজিয়া ও মহিলা মাদ্রাসার ভিত্তি স্থাপন আগামীকাল 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ৯, ২০২৩, ৬:০০ অপরাহ্ণ / ২৪
শান্তিগঞ্জে নাজাতুল উম্মাহ নূরাণীয়া হাফিজিয়া ও মহিলা মাদ্রাসার ভিত্তি স্থাপন আগামীকাল 

শান্তিগঞ্জ প্রতিনিধিঃ-

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের মহাসিং নদীর তীরে অবস্থিত অস্থায়ী ভাবে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্টান নাজাতুল উম্মাহ নূরাণীয়া হাফিজিয়া ও মহিলা মাদ্রাসার স্হায়ী নতুন ভবনের ভিত্তি স্থাপন আগামীকাল।

নাজাতুল উম্মাহ নূরাণীয়া হাফিজিয়া ও মহিলা মাদ্রাসা কাদিপুর দীর্ঘ ৪ বৎসর যাবৎ এলাকার ছোট ছোট ছেলে মেয়ে সহ অসংখ্য তালবে ইলিম ও তালবে ইলিমাকে দুটি অস্হায়ী ভিটায় দ্বীনি শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

অস্থায়ী ভবনে তালবে ইলিম ও তালবে ইলিমাকে সংকুলান করতে না পাড়ায় মহাসিং নদীর তীরে অবস্থিত মাদ্রাসার নিজস্ব ভিটায় স্থায়ী ভবনের ভিত্তি স্থাপন করতে যাচ্ছে।

আগামীকাল ১০ই ডিসেম্বর রোজ (মঙ্গলবার) দুপুরে মাদ্রাার নতুন ভবনের ভিত্তি স্থাপন কালে উপস্থিত থাকবেন পীরে তরিকত হযরত মাওলানা আব্দুল হান্নান গণেশপুরী।

এছাড়াও উপস্থিত থাকবেন এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ,উপস্থিত থাকবেন অত্র মাদ্রাসার শিক্ষক ও তালবে ইলিমরা।

মাদ্রাসাটি প্রত্যান্ত অঞ্চলে থাকার কারনে মাদ্রাসার ভিত্তি স্থাপন ও মাদ্রাসাটির উন্নয়নের দিকে নজর দেওয়ার জন্য দেশ বাসীকে আহব্বান করেছেন এলাকাবাসী ও মাদ্রাসার সুনামধন্য মুফতী যুবায়ের আহমাদ মাওলানা মুফতী যোবায়ের আহমদ।

যে কেউ সহযোগিতা পাঠাতে এই নাম্বারে যোগাযোগ করুন 8801737864524

01744626237

মুহতামিম অত্র মাদ্রাসা।