[gtranslate]

রাজশাহীর পুঠিয়ায় বিশ্বের সাথে মিল রেখে পালিত হলো ঈদ জামাত


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৩, ৪:১৮ পূর্বাহ্ণ / ২৩
রাজশাহীর পুঠিয়ায় বিশ্বের সাথে মিল রেখে পালিত হলো ঈদ জামাত

ইমাম হোসাইন: বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। আর সেই ধারাবাহিকতায় শুক্রবার (২১ এপ্রিল) সৌদি আরবে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পালন করা হয়েছে ঈদের জামাত। সেই সাথে রাজশাহীর পুঠিয়া এলাকায় সেখানেও পালন করা হয়েছে পবিত্র ঈদুল ফিতরের জামাত। জানা যায় যে, উপজেলার তারাপুর, কৃষ্টপুর গ্রামের মুসলিম জামে মসজিদে সকাল ৮:৩০ মিনিটের সময় ওই ঈদের জামাত আদায় করা হয়। ঈদের নামাজ শেষে পুরো মুসলিম উম্মার জন্য দুহাত তুলে দোয়া করা হয়।  বহির্বিশ্বের সাথে মিল রেখে ঈদ উদযাপন করার বিষয়ে প্রশ্ন করা হলে মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুর রহিম গাজী বলেন, সারা বিশ্বের সাথে মিল রেখে কুরআন হাদিস অনুযায়ী আমরা আজ শুক্রবার সকাল ৮:৩০ মিনিটের সময় ঈদের সালাত আদায় করি। এদিকে নামাজ শেষে মুসল্লিদের সাথে কথা হলে তারা বলেন, একটা সময় ছিল বাংলাদেশের অল্প কয়েক জায়গায় ঈদের নামাজ এভাবে বহির্বিশ এর সাথে মিললে কে পড়া হত। বর্তমানে সারা বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় বিশ্বের সাথে মিল রেখে ঈদের নামাজ আদায় করা হচ্ছে। আমরা পুরো বিশ্বের সকল মুসলিম উম্মার সাথে ঈদের নামাজ আদায় করতে পেরে খুব খুশি আর সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক। সৌদি আরবের সাথে মিল রেখে লক্ষ্মীপুরের,, রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, কাঞ্চনপুরের পূর্ব বিঘা, হোটাটিয়া, শৈরশৈই, রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের কলাকোপাসহ মোট ১০টি গ্রামে শুক্রবার পালিত হয় ঈদুল ফিতর। এদিকে, শনিবার (২২ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে ৮টি দেশ। দেশগুলো হলো- অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইলপ জাপান এবং ফিলিপাইন।