[gtranslate]

ময়মনসিংহস্থ মধ্যনগর ছাত্র কল্যান পরিষদের কমিটি অনুমোদন। 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২২, ১২:৫৬ অপরাহ্ণ / ২৭
ময়মনসিংহস্থ মধ্যনগর ছাত্র কল্যান পরিষদের কমিটি অনুমোদন। 

 

এ,এম স্বপন জাহান, মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

সুনামগঞ্জের মধ্যনগরে ময়মনসিংহস্থ মধ্যনগর ছাত্র কল্যান পরিষদের ৩৪ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

পহেলা ডিসেম্বর(বৃহস্পতিবার) ময়মনসিংহস্থ ছাত্র কল্যান পরিষদের প্যাডে ময়মনসিংহস্থ ছাত্র কল্যান পরিষদের উপদেষ্টা আবু বকর রাহাত, উপদেষ্টা তন্ময় আহমেদ জয়ের সাক্ষরিত ৩৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

ময়মনসিংহে অবস্থানরত মধ্যনগর উপজেলার ছাত্র ছাত্রীদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।

মধ্যনগর ছাত্র কল্যান পরিষদের নতুন এ কমিটিতে শাহ আলম ইসলাম কে সভাপতি, সৈকত হোসেন আলীকে সাধারণ সম্পাদক ও সাঈদ হাসান আকাশ কে সাংগঠনিক সম্পাদক করে ১ বছরের জন্য জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও নতুন এ কমিটিতে স্থান পেয়েছে

ফারজানা জেরী, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি তনয় চন্দ,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক, তিশার আহমেদ রাজ,সাংগঠনিক সম্পাদক আবির হাসান,প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ, ধর্ম সম্পাদক ফারহান খান,দপ্তর সম্পাদক কৌশিক সরকার,শিক্ষা বিষয়ক সম্পাদক নবী হোসেন প্রমুখ।