[gtranslate]

মৌলভীবাজার জেলা দুইটি উপজেলাতে ২৩ টি ইউনিয়ন নির্বাচন ২৮ নভেম্বর 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : অক্টোবর ১৪, ২০২১, ১:১৬ অপরাহ্ণ / ৯৭
মৌলভীবাজার জেলা দুইটি উপজেলাতে ২৩ টি ইউনিয়ন নির্বাচন ২৮ নভেম্বর 

 

নিজস্ব প্রতিবেদন:

দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৮ নভেম্বর সারাদেশের এক হাজার সাতটি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কমিশনের বৈঠক শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর। এদিন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৮৭তম বৈঠক নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ইসি সচিব হুমায়ুন কবীর জানান, তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২ নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বর। আর নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর। এছাড়াও ১০টি পৌরসভায় একই দিনে ভোট হবে বলে জানান ইসি সচিব। সেক্ষেত্রে মনোনয়নপত্র জমা, বাছাই, প্রত্যাহারের শেষ সময় একই রকম রয়েছে।

মৌলভীবাজার জেলা দুইটি উপজেলাতে ২৩ টি ইউনিয়ন নির্বাচন ২৮ নভেম্বর

বড়লেখা উপজেলা উপজেলা ১০ টি ইউনিয়ন হলো: ১নং বর্ণি,২নং দাসের বাজার,৩নং নিজ বাহাদুরপুর,৪নং উত্তর শাহবাজপুর,৫নং দক্ষিণ শাহবাজপুর,৬নং বড়লেখা,৭নং তালিমপুর,৮নং দক্ষিণভাগ উত্তর,৯নং সুজানগর,১০নং দক্ষিণভাগ দক্ষিণ

নবীগঞ্জ উপজেলা ১৩ টি ইউনিয়ন হলো: ১নং বরমচাল,২নং ভূকশিমইল,৩নং ভাটেরা,৪নং জয়চণ্ডী,৫নং ব্রাহ্মণবাজার,৬নং কাদিপুর,৭নং কুলাউড়া,৮নং রাউৎগাঁও,৯নং টিলাগাঁও,১০নং হাজীপুর,১১নং শরীফপুর,১২নং পৃথিমপাশা,১৩নং কর্মধা

তৃতীয় ধাপের নির্বাচনে আরোও খবর>>>>

সিলেট জেলাতৃতীয় ধাপের ১৬ টি ইউনিয়নে নির্বাচন

হবিগঞ্জ জেলাতৃতীয় ধাপের ২১টি ইউ/পি নির্বাচন

সুনামগঞ্জজেলা তৃতীয় ধাপের ইউপি নির্বাচনের তালিকা