[gtranslate]

মেম্বার প্রাথী জব্বার জুলুর ব্যাপক গন সংযোগ। 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : অক্টোবর ৩১, ২০২১, ১:১০ অপরাহ্ণ / ১৩২
মেম্বার প্রাথী জব্বার জুলুর ব্যাপক গন সংযোগ। 

 

কালুখালী উপজেলা প্রতিনিধি মোঃ হামজা শেখ

মেম্বার প্রাথী জব্বার জুলুর ব্যাপক গন সংযোগ। কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ০৩ নং ওর্য়াডে মেম্বার প্রাথী জব্বার জুলু। তিনি ০৩ নং ওর্য়াডে মেম্বার প্রাথী হিসেবে ব্যাপক গন সংযোগ করতেছে তার এলকায়। গত কাল তিনি নলকান্দ্রা গ্রামের সকল বয়সী মানুষের সাথে চায়ের আড্ডায় সবার কাছে দোয়া ও সমথর্ন চেয়েছেন।

তিনি বর্তমান রানিং মেম্বার। এবং সামনের নির্বাচনে তিনি আবারো মেম্বার প্রাথী হিসেবে জয় লাভ করতে চান। তার এলাকায় সবাই তাকেই সাপোর্ট করে।

তিনি গরিব অসহায় মানুষের পাশে সর্বদা থেকে সেবা করে যাচ্ছেন।

তিনি তার এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে। যা বিগত বছর গুলোতে কোনো মেম্বার করে নাই । তার এই উন্নয়ন মুলক কাজে খুশি এলাকাবাসী।