[gtranslate]

মুজিব ভুট্টোর সাক্ষাৎকার: জুবাইদা গুলশান আরা হেনা 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ৯, ২০২৩, ৬:০৭ অপরাহ্ণ / ২১
মুজিব ভুট্টোর সাক্ষাৎকার: জুবাইদা গুলশান আরা হেনা 

মুজিব ভুট্টোর সাক্ষাৎকার

জুবাইদা গুলশান আরা হেনা 

শাহুল্যাতে ভুট্টো মুজিবের সাথে সাক্ষাৎ করতে এলেন,

মুজিবকে সালাম দিয়ে বললেন, 

আই অ্যাম দ্যা প্রেসিডেন্ট অব পাকিস্তান এন্ড চীফ মার্শাল এডমিনিস্ট্রেটর, 

হাসলেন নেতা শেখ মুজিবুর, 

কৌতুহলী ভুট্টো জানতে চাইলেন

বঙ্গবন্ধু কেন হাসলেন! 

বঙ্গবন্ধু বললেন, ” আমি বুঝতে পারি একজন প্রেসিডেন্ট সিভিলিয়ান হতে পারে কিন্তু আমি অবাক হই যখন শুনি যে 

একজন সিভিলিয়ান প্রধান সামরিক আইন প্রশাসক!”

ভুট্টো বললেন, ” দ্যাট ইজ পসিবল ইন পাকিস্তান! “

দ্বিতীয় প্রশ্ন করলেন মুজিব, 

“ভুট্টো টেল মি ফার্স্ট, হোয়েদার আই অ্যাম ফ্রী অর প্রিজনার! “

নাইদার ইউ আর এ প্রিজনার নর ইউ আর এ ফ্রী ম্যান।”

মুজিব পুনরায় বললেন, ” ইন দ্যাট কেইস আই উইল নট টক টু ইউ! “

তখন ভুট্টো বলতে বাধ্য হলেন, 

” ইউ আর এ ফ্রী ম্যান! “

এরপরই বঙ্গবন্ধু মুজিব ভুট্টার সাথে কথা বলতে শুরু করলেন। 

কারাগারেও থেকেও তিনি বীরদর্পে সাহসের স্বাক্ষর রাখলেন। 

দক্ষিণ বিশিল, মিরপুর -১

তারিখঃ ১৮/০২/২০২১