[gtranslate]

মাগুরা সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে সহ ২ জন নিহত, আহত ২, ট্রাক ও চালক আটক।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২১, ১:১১ অপরাহ্ণ / ১২২
মাগুরা সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে সহ ২ জন নিহত, আহত ২, ট্রাক ও চালক আটক।

 

মোঃ হামজা শেখ

মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া বুনাগাতী সড়কের জুনারী মোড়ের পূর্ব পাশে ট্রাকের চাকায় পিস্টো পয়ে মা – মেয়ে সহ ২ জন নিহত ও ভ্যান চালক সহ ২ জন আহত হয়েছে। পুলিশ ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে। আহত ২ জনকে শালিখা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ২৭ সেপ্টেম্বর সকাল সোয়া ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

 নিহতরা হলো পুলুম গ্রামের ইবাদুল ইসলামের স্ত্রী শরিফা(৩৫) ও তার ৬ মাসের কন্যা খাদিজা খাতুন।আহতরা হলো ভ্যান চালক মিজানুর(৪০) পিতা মৃত ফজলুর রহমান ও রহিমা স্বামী আমিনুর তাদের সকলের বাড়ী পুলুম গ্রামে। ঘাতক ট্রাক নং যশোর ট- ১১- ০৮০১। ট্রাক চালক শুকুর আলী (৩৫) পিতা মকছে গাজী, কাটাখাল, ঝিকর গাছা যশোর।

শালিখা থানার অফিসার ইনচার্জ তারক বিশ্বাস বলেন আমরা ঘাতক ট্রাক ও চালককে আটক করেছি। লাশ উদ্ধার করেছি। এ ব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।