[gtranslate]

মসিকের পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈমাসিক অগ্রগতি সভা


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ৩০, ২০২৩, ৬:৫৪ পূর্বাহ্ণ / ১৭
মসিকের পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈমাসিক অগ্রগতি সভা

গোলাম কিবরিয়া পলাশ, ময়মনসিংহঃ

গতকাল বুধবার (২৯ মার্চ ২০২৩) তারিখ বেলা ১১ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটির ত্রৈমাসিক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।   ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ সভার সভাপতিত্ব করেন মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী। সভাপতির বক্তব্যে প্রধান নির্বাহী কর্মকর্তা মহোদয় বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রয়োজন সুস্থ সবল প্রজন্ম। এজন্য সরকারের যে সকল প্রতিষ্ঠান পুষ্টি নিশ্চয়তায় কাজ করছে তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।  মসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ এর পরিচালনায় এ সভায় ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরিক্ষীত পাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ বিশ্বজিৎ চৌধুরী, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ আসমাউল ইসলাম রূম্পা, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ ফাহমিদা ইসলাম লিমা সহ পুষ্টি নিয়ে কাজ করা সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।