[gtranslate]

ভেড়ামারা, গোলাপনগর হযরত বাবা সোলাইমান শাহ চিশতী (রঃ) এর গোলাপনগর দরবার শরীফে ওরশ অনুষ্ঠিত হয়।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ১২, ২০২৩, ৫:৫০ পূর্বাহ্ণ / ২৮
ভেড়ামারা, গোলাপনগর হযরত বাবা সোলাইমান শাহ চিশতী (রঃ) এর গোলাপনগর দরবার শরীফে ওরশ অনুষ্ঠিত হয়।

জাহিদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া:- 

দুই বছর পর এ বছর ২৭,২৮ ও ২৯ চৈত্র ১৪২৯ বাং ১০,১১ ও ১২ই এপ্রিল ২০২৩ ইং তারিখে শহীদ সূফি হযরত মাওলানা বাবা সোলাইমান শাহ চিশতী (রঃ) এর ৫৩ তম বাষিক ওরশ মোবারক।এ উপলক্ষে গোলাপনগর দরবার শরীফ পরিচালনা কমিটি ও স্থানিয় প্রসাশন ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। প্রতি বছর এখানে দেশ বিদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ৮ থেকে ১০ লক্ষ লোক হাজির হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন ভক্ত এবং অনুসারীরা আসতে শুরু করেছেন। মাজারের এলাকার আশপাশে বিভিন্ন দোকান বসেছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়েছে। এ অনুষ্ঠান উপলক্ষে মাজার এলাকায় গ্রামীন মেলা বসেছে।এ অনুষ্ঠান সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য কয়েক স্তর এর নিরাপত্তা মূলক ব্যাবস্ত গ্রহন করে স্থানীয় প্রশাসন।।