[gtranslate]

ভারতের মালদা শহরে চিত্রশিল্পীরা ছবি এঁকে “আর্ট ডে”পালন করেন ফোয়ারা মোড়ে।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ১৬, ২০২৩, ৫:১৩ অপরাহ্ণ / ১৮
ভারতের মালদা শহরে চিত্রশিল্পীরা ছবি এঁকে “আর্ট ডে”পালন করেন ফোয়ারা মোড়ে।

পশ্চিমবঙ্গের মালদা ডিস্ট্রিক্ট ম্যাঙ্গো সিটিতে ১৫ই এপ্রিল ২০২৩ শনিবার অনুষ্ঠিত হয় ওয়াল আর্ট ডে !এই ওয়াল আর্ট ডে তে হার্ট অফ দা টাউন শহরের মধ্যস্থলে শিল্পী আশীষ সরকার ও প্রণব সাহা চৌধুরী এর উদ্যোগে যে এই ওয়াল আর্ট ডে তে সক্রিয় ভাবে অংশগ্রহণ করেছে ৩৫ জন শিল্পী ।মালদা শহরে এবং নামি দামি সমস্ত শিল্পীদের ছাড়াও সাধারণ শিল্পী ও ছিলেন এবং সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রশাসন এই স্থানে ৫১ ফিট লম্বা একটা ক্যানভাসে প্রত্যেক শিল্পী তার শিল্পকর্ম তুলে ধরেন এবং এ ওয়াল আর্ট ডে মিলেমিশে যায় বাংলার পয়লা বৈশাখের দিন ! শিল্পী ও শিল্পের আড্ডাখানা তৈরি হয় !অনুষ্ঠিত হয় শিল্পী লিওনার্দো দ্যা ভিঞ্চির জন্মদিন হিসাবে। বিখ্যাত শিল্পীর জন্মদিন পালন করতে পেরে নতুন প্রজন্মের শিল্পীদের উৎসাহ বাড়াতে এই অনুষ্ঠানটা দারুণভাবে সাফল্যমন্ডিত করে তোলেন প্রবীণ শিল্পীরা। শিল্পীদের এই উদ্যোগ মালদা এবং সারা পৃথিবী জুড়ে পালন করা হয় ।পশ্চিমবঙ্গ ছাড়াও ভারতবর্ষের নানান জায়গায় বাংলাদেশেও এই ওয়াল আর্ট ডে পালন করা হয়। এবং সঙ্গে এতজন শিল্পী মিলে যে ওয়াল আর্ট ডে পালন করেছে ,তা তে সাধারণ মানুষের সহযোগিতা না থাকলে এত বড় একটা কর্মযোগ্য করা সম্ভব হতো না !অপরদিকে পথ চলতি মানুষের হঠাৎ করে শিল্পকর্ম দেখে দাঁড়িয়ে পড়ে এবং তার ফলে যানজট সৃষ্টি হয় কিন্তু প্রশাসন সম্পূর্ণভাবে সহযোগিতা করায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়। শিল্পীদের মধ্যে ছিলেন শ্রী আশীষ সরকার ,প্রণব সাহা চৌধুরী ,অভিরূপ শিকদার ও মকারানন্দ সাহা ,প্রদূত মজুমদার বিক্রম সরকার শুভঙ্কর দত্ত প্রমুখ। ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী আশীষ সরকার বাংলাদেশের খুলনা বিভাগের খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এর সাথে কথা বলে এই তথ্যটি পাঠান। চিত্রশিল্পী মিলন বিশ্বাস এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করছেন সকলকে ধন্যবাদ জানান এবং সকল শিল্পীর মঙ্গল কামনা করেন। তথ্য সংগ্রহকারীঃচিত্রশিল্পী মিলন বিশ্বাস,খুলনা।