[gtranslate]

ভাঙ্গায় রক্তদান সংগঠন আল মদিনা ডোনার ক্লাবের আত্মপ্রকাশ


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ১২, ২০২৩, ৭:৪৭ পূর্বাহ্ণ / ২২
ভাঙ্গায় রক্তদান সংগঠন আল মদিনা ডোনার ক্লাবের আত্মপ্রকাশ

মোঃ সুমন মোল্লা ফরিদপুর জেলা প্রতিনিধিঃ-

ফরিদপুরের ভাংগায় সদরদী উচ্চ বিদ্যালয়ে এস এস সি ২০১৮ ব্যাচের মিলন মেলার মধ্য দিয়ে আল মদিনা ডোনার ক্লাবের আত্মপ্রকাশ৷ সেচ্ছায় রক্তদান ও মানুষকে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে গতকাল শনিবার থেকে আল মদিনা ডোনার ক্লাবের যাত্রা শুরু৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত সংগঠন এর সদস্যবৃন্দ- সাগর. সাব্বির , আরমান, আবুবক্কর, কামরুল, জীবন, আবু দাউদ, শাওন এস,এল, বিস্বজিত, উজ্জল, শাওন খালাসি, মইন,লিয়াকত, আহাত, দয়াল, সজীব, জয় বিস্বাস, ইমন, জয়,জনি দাস, মিঠু, জুয়েল, সাধু্ সুজয়, ডাঃ সুমন মোল্লা। হাড়ি ভাংগা খেলার মধ্য দিয়ে পুরুস্কার বিতরনের মাধ্যমে সমাপ্ত করা হয়।