[gtranslate]

বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের র‍্যালী


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৩, ৩:১৮ অপরাহ্ণ / ২২
বিশ্ব ভোক্তা অধিকার দিবসে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের র‍্যালী

স্টাফ রিপোর্টার::

১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষ্যে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর উদ্যোগে চট্টগ্রামে র‍্যালী অনুষ্ঠিত হয়। এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আলীর নেতৃত্বে উক্ত র‍্যালীতে যোগদান করেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের পরিচালক সামসুন নাহার সামু, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়ক মোঃ ফয়জুল আলম প্রিন্স। উক্ত র‍্যালী টি কাজির দেউরি থেকে বের হয়ে আসকার দিঘীর পাড়, জামালখান সহ বিভিন্ন সড়ক পদক্ষিন করে প্রেসক্লাব এসে শেষ হয়। এই সময় নেতৃবৃন্দ বলেন, ভোক্তা অধিকার বাস্তবায়ন করতে হলে সকলে যার যার অবস্থান থেকে সোচ্চার হতে হবে এবং ভেজালের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করতে হবে তবেই ভোক্তাদের অধিকার নিশ্চিত হবে।