[gtranslate]

বিদ্যালয় পরিদর্শনে এসে ক্লাস নিলেন জেলা প্রশাসক মহোদয়


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৩, ২:২২ অপরাহ্ণ / ১৮
বিদ্যালয় পরিদর্শনে এসে ক্লাস নিলেন জেলা প্রশাসক মহোদয়

মোঃ মোখলেছুর রহমান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে এসে শ্রেণি কক্ষে ক্লাস নিচ্ছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইদুল আরীফ স্যার। অদ্য মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।  জেলার প্রশাসনিক শীর্ষ এই কর্মকর্তার ক্লাসে পাঠদান শিক্ষাঙ্গণে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন স্থানীয় ব্যক্তিরা। এই বিদ্যালয় পরিদর্শনের অংশ হিসেবে চতুর্থ শ্রেণির ক্লাসে যান এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের পাঠদান করান জেলা প্রশাসক মহোদয়।  বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী মোছাঃ সাথী আক্তার পাখি বলে, আমরা ডিসি স্যারকে চিনতাম না। তিনি এসে আমাদের সঙ্গে কথা বলেছেন এবং ক্লাস নিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি। এতবড় একজন মানুষ আমাদের পড়িয়েছেন—এটা আগে দেখিনি কখনও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুর রহমান বলেন, ডিসি স্যার এসে মুগ্ধ হয়েছেন এখানকার পরিবেশ দেখে। পরে তিনি শ্রেণিকক্ষে যান এবং শিক্ষার্থীদের পাঠদান করান। এটি বিশেষ গুরুত্ব বহন করে। জেলা প্রশাসকের এই শ্রেণিকক্ষে আসা বিদ্যালয়, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সর্বোপরি শিক্ষাক্ষেত্রে প্রভাব ফেলবে। এ বিষয়ে বিদ্যালয়ের এসএমসি সভাপতি জনাব মোঃ শামিম হোসেন জেলা প্রশাসক মহোদয়ের শ্রেণিকক্ষে যাওয়াকে সাধুবাদ জানিয়ে বলেন, নিশ্চয়ই এটা প্রভাব ফেলবে সবার মধ্যে। কারণ জেলার প্রতিটি বিষয় দেখভাল করার দায়িত্ব রয়েছে একজন জেলা প্রশাসক মহোদয়ের। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো ক্লাসে যাওয়া হয় না বা পারেন না। তবে যাওয়া উচিত। তাহলে যেমন শিক্ষার্থীরা উৎসাহ পাবে, তেমনি তাদের মধ্যে বড় কর্মকর্তা কিংবা শিক্ষিত মানুষ গড়ে ওঠার মানসিকতা তৈরি হবে। জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ স্যার বলেন, কুড়িগ্রাম জেলাকে আরও এগিয়ে নেওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিয়মিত পরিদর্শনের পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছি।