[gtranslate]

বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ চীনা নাগরিক করোনা পজিটিভ 


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২১, ১০:১৯ পূর্বাহ্ণ / ৮২
বরগুনার তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ চীনা নাগরিক করোনা পজিটিভ 

 

ইসহাক জুয়েল, বরগুনা

বরগুনার তালতলী কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ জন চীনা নাগরিক করোনায় আক্রান্ত হয়েছেন। করোনায় আক্রান্ত চীনা নাগরিকরা সবাই দেড়মাস আগে চীন থেকে তালতলীতে এসেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ নিয়ে গতকাল (৬ অক্টোবর) তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ৩৭ জন চীনা নাগরিক তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেয়। সেখান থেকে নমুনা বরিশাল পিসিআর ল্যাবে পাঠানো হয়। নমুনা পরিক্ষা শেষে আজ (৭অক্টোবর) সকালে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তাদের প্রতিবেদন পাঠানো হয়। প্রতিবেদনে বলা হয় নমুনা দেয়া ৩৭ জনের মধ্যে ২২ জন চীনা নাগরিক করোনা পজিটিভ। ইতিমধ্যে বিদ্যুৎকেন্দ্রে ৩’শ এন্টিজেন্ট কিট পাঠানো হয়েছে। বিকেল থেকেই চীনা নাগরিকদের সংস্পর্শে আশা বাংলাদেশীদের করোনা পরিক্ষা করানো হবে৷ 

বরগুনা সিভিল সার্জন ডাঃ মারিয়া হাসান বলেন, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের ২২ জন নাগরিক করোনায় আক্রান্ত। তাদেরকে আইসোলেশনে রাখা হয়েছে৷ বিষয়টি আমরা প্রশাসনকে অবহিত করেছি৷ প্রশাসন প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিচ্ছে। 

বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ২২ জন চীনা নাগরিক করোনা পজিটিভ। এদেরকে আলাদা কোয়ার্টারে আইসোলেশনে রাখা হয়েছে। করোনা আক্রান্ত নাগরিকদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত রাখা হয়েছে। কেউ গুরুতর অসুস্থ্য হয়ে পরলে তাদের তাৎক্ষণিক চিকিৎসার জন্য পরিবহন ও অক্সিজেন প্রস্তত রয়েছে৷ ইতিমধ্যে সেখানে ৩’শ এন্টিজেন্ট কিট পাঠানো হয়েছে৷ বিকেল থেকেই সংস্পর্শে আশা অন্যান্যদের করোনা পরিক্ষা করানো হবে।

তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত সকলকে করোনা টেস্ট করানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বরগুনায় এপর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৩২ জন এবং করোনায় মারা গেছেন ১০৯ জন।

 

ইসহাক জুয়েল 

বরগুনা- ০১৯১১১৩৩৭০১