[gtranslate]

প্রচেষ্টা নিউজ এর ক্রাইম রিপোর্টার নিয়োগ পেলেন, আবু সুফিয়ান অভি


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২২, ৪:২৩ অপরাহ্ণ / ৩৩
প্রচেষ্টা নিউজ এর ক্রাইম রিপোর্টার নিয়োগ পেলেন, আবু সুফিয়ান অভি

 

নিজস্ব প্রতিবেদন:

সুনামগঞ্জ থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘ প্রচেষ্টা নিউজ টোয়েন্টিফোর’ পত্রিকার ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ পেয়েছেন পত্রিকার আবু সুফিয়ান অভি, প্রচেষ্টা নিউজ টোয়েন্টিফোর পত্রিকার সম্পাদক মোঃ আঃ মান্নান স্বাক্ষরিত এক নিয়োগ পত্রে ক্রাইম রিপোর্টার হিসেবে নিয়োগ প্রদান করেন।

আবু সুফিয়ান অভি, আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ PSF প্রতিনিধি সম্মেলন থেকে নিয়োগপত্র ও ফিতাসহ প্লাস্টিক আইডি কার্ড দেওয়া হবে। তিনি এর আগে জাতীয়, স্থানীয় ও অনলাইন পত্রিকায় দীর্ঘদিন কর্মরত ছিলেন।

সাংবাদিক আবু সুফিয়ান অভি কর্মজীবনে এগিয়ে যেতে, সর্বমহলের দোয়া সহযোগিতা কামনা করেছেন।

ইমেইল- pracestanews24@gmail.com

সেই সাথে দৈনিক প্রচেষ্টা নিউজ প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় পত্রিকার প্রকাশনা ও সম্পাদক মোঃ আঃ মান্নান কে ধন্যবাদ জানিয়েছেন আবু সুফিয়ান অভি।

শুধুমাত্র (আবু সুফিয়ান অভি) এটি দেখতে পারবেন।

আইডি কার্ড নিয়োগপত্র দেখতে (সাত সংখ্যার) পাসওয়ার্ড ই-মেইল থেকে সংগ্রহ করবেন।।

নিযোগপত্র ও আইডি কার্ড ডাউনলোড

এখানে ক্লিক >>>