[gtranslate]

পুঠিয়া বাসুপাড়া’য় অটো ও নসিমন মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৩, ৩:৩১ অপরাহ্ণ / ২৫
পুঠিয়া বাসুপাড়া’য় অটো ও নসিমন মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত

মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

রাজশাহী পুঠিয়া উজেলা বাসুপাড়া বাজার হতে নসিমন গাড়ি ও অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আজ রবিবার (৯) এপ্রিল দুপুর সাড়ে ১২ টা দিকে পুঠিয়া বাসু পাড়া মাছের আড়ত সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।  ফোন পাওয়ার মাত্রই দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পৌঁছে, আর আহতদের উদ্ধার করে পুঠিয়া হাসপাতাল নিয়ে আসেন। আহতরা হলেন, মোহাম্মদ আজিজুল হক (৭ । পিতা মৃত: মজিবুর। গ্রাম: গণ্ডগোহালী, থানা পুঠিয়া, জেলা রাজশাহী, মোহাম্মদ সম্রাট হোসেন,(৩২) পিতা: গোলাম রসুল, গ্রাম মোহনপুর, মতিয়ার থানা, জেলা রাজশাহী, মোহাম্মদ গোলাম রাব্বানী, (২২) পিতা: রসুল,(২৮) বাসা নাটোর বাগাতিপাড়া। পুঠিয়া মেডিকেল সূত্রে জানা যায় যে কর্মরত সাব্বির হোসেন বলেন, রোগীদের অবস্থা অনেক খারাপ হয়, আমরা দ্রুত রাজশাহী মেডিকেলে ট্রান্সফারের ব্যবস্থা করি।