[gtranslate]

পিপিএমসি প্রকাশনা’র ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ৪, ২০২৩, ৪:০১ অপরাহ্ণ / ২০
পিপিএমসি প্রকাশনা’র ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

প্রিয় সহযোদ্ধা, সালাম নিবেন। পিপিএমসি ২০০৪ সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রকাশনা সংস্থা। ১৯৯৫ সালের প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সাড়ে তিনশত বই প্রকাশ করেছে। পিপিএমসি প্রকাশিত শিশুতোষ বইগুলো ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন ইউ এস এ, ব্র‍্যাক, প্রশিকা, ভার্ক, আর ডি আর এস’সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষা উপকরণে ব্যবহার করেছে। পিপিএমসি প্রকাশনা’র প্রাতিষ্ঠানিক রূপ দিতে লেখক আবিদ হোসেন’র গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। শিশুতোষ বই এবং উপন্যাসসহ তিনি ৩৮ টি বই রচনা করেছেন। পিপিএমসি প্রকাশিত অসংখ্য বইয়ে তিনি অলংকরণ করেছেন। ২০০৮ সালের ১৩ আগষ্ট ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আবিদ হোসেন’র স্মৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে পিপিএমসি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ২১ জানুয়ারী২০২৩ বিকাল ৩ ঘটিকায় সিরাজগঞ্জ জেলা সমিতি ভবন , মিরপুর হাউজিং এস্টেট, ঢাকা -১২১৬, এ আলোচনা সভা, গুণীজন সম্মাননা, বইয়ের মোড়ক উন্মোচন এবং “সাহিত্যিক আবিদ হোসেন স্মৃতিপদক” প্রদান করা হবে।

উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের প্রোগ্রামকে আলোকিত করবে।

বিনয়াবনত –

জুবাইদা গুলশান আরা হেনা

লেখক, উপদেষ্টা, পিপিএমসি