[gtranslate]

পার্কের ভিতরে মোটরসাইকেল চালানোর প্রতিরোধে (মসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : আগস্ট ২৮, ২০২২, ১১:২৭ পূর্বাহ্ণ / ৩০
পার্কের ভিতরে মোটরসাইকেল চালানোর প্রতিরোধে (মসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযানঃ

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: শায়লা করিম শর্মী

পার্কের ভিতরে মোটরসাইকেল চালানোর প্রতিরোধে (মসিক) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে ময়সনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালত।

আজ ২৮-০৮-২০২২ বেলা ১২ টায় এ অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ।

অভিযানকালে তিনি পার্কে উপস্থিত শিক্ষার্থীদের সতর্ক করেন। পার্কের ভিতরে মোটরসাইকেল না চালানোর জন্য এ বিষয়ে সচেতন থাকার জন্য অনুরোধ জানান।

এছাড়াও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা দীপায়ন দাস শুভ জয়নুল আবেদিন পার্কের অভ্যন্তরের মোটরসাইকেল চালানোর দায়ে ৬ টি মামলায় ১২০০ টাকা জরিমানা করেন।

এ সময় তিনি বলেন,এছাড়া নগরিক বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র জয়নুল আবেদিন পার্কের অভ্যন্তরে মোটরবাইক চালানো নিষেধ করা হলেও অনেকে বেপরোয়াভাবে এখানে বাইক চালান। এ নিষেধাজ্ঞা অমান্য করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, স্টোর কিপার (পেশকার) নাজমুল হক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।