[gtranslate]

পড়ে আছে আড়তভর্তি তরমুজ।  এতো গরমেও ক্রেতা নাই!


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ১৯, ২০২৩, ৫:৪০ পূর্বাহ্ণ / ২১
পড়ে আছে আড়তভর্তি তরমুজ।   এতো গরমেও ক্রেতা নাই!

জাহিদুল ইসলাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

আশ্চর্য এক ঘটনা! ঘটনার কারণ অনুসন্ধানে জানা গেলো গতকাল বাজারে যে তরমুজ ২০-৩০ টাকায় বিক্রি হচ্ছিলো দাবদাহে তা হঠাৎ ৫০-৬০ টাকা হয়ে যাওয়ায় ক্রেতার সামর্থ্যে কুলোচ্ছে না। তাই চাহিদা কমে গেছে। তাছাড়া বেশিরভাগ তরমুজই ভেতরে নষ্ট ও মিষ্টতাবিহীন সাদা তাই উচ্চমূল্যের তরমুজ কিনে একবার ধরা খাবার পর সামর্থ্যবানও দুইবার ভাবছেন।  অর্থনীতির মূলনীতি অনুসারে যেখানে দাম কমে যাবার কথা সেখানে বাড়ছে কেন? কারণ দাদন দেয়া সিন্ডিকেট পাঁচ – দশ লাখ টাকায় ১০-৩০ হাজার তরমুজ পেয়েছেন। পার পিস ৪-১৬ কেজির তরমুজগুলো ৫০-১০০ টাকা। তারপর তারা প্রতি শত ৭ হাজার থেকে ২৫ হাজারে বেচে দিয়েছেন বা বেঁচতে না পারলে পঁচিয়ে নষ্ট করেছেন।।মাঠের বিক্রেতারা পিস হিসেবে কিনে কেজি হিসেবে বেচতে গিয়্ব দুই তিন চারগুন লাভের মজা পেয়ে গেছেন। যেহেতু ৩৫% মাল বেচলেই পুঁজি উঠে যাচ্ছে ও সিন্ডিকেটের প্রেসার আছে তাই তারা প্রয়োজনে মাল পঁচিয়ে ফেলছে তাও দাম ছাড়ছে না!!