[gtranslate]

নলছিটিতে সাটিফিকেট মূল কপি হারিয়ে গেছে …


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ১৯, ২০২২, ২:৫২ অপরাহ্ণ / ৭০
নলছিটিতে সাটিফিকেট মূল কপি হারিয়ে গেছে …

 

মো: ছবুর আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে সাটিফিকেট হারিয়ে যায়। মো: মিরাজ খান(৩২), পিতা- মোঃ মন্টু খান,মাতা- বুনিয়া বেগম, গ্রাম – সুবিদপুর,পোস্ট – সুবিদপুর,থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি।

শনিবার (১৫/০১/২০২২ইং) সকাল অনুমান ১০ ঘটিকার সময় তিনি তার নিজ বাড়িতে বাড়ি হইতে নলছিটি বাজারে আসার পথে তার সাথে থাকা কাগজপএের ফাইলটি হারিয়ে যায়। যাহারা ভিতরে তার এসএসসি ও এইচ. এসসির মূল সাটিফিকেটটি ছিল।তিনি বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় হইতে ২০০৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৩৮ পেয়ে উওীন হয়।যাহার রোল নং -২২২৭৩৪, রেজিষ্টেশন নং-২৪৪৩৮৯, শিক্ষাবর্ষ-২০০২-২০০৩ এবং বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে বরিশাল অমৃত লাল দে মহাবিদ্যালয় থাকে ২০০৭ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় জিপিএ ২.৮০ পেয়ে উওীন হয়।যাহার রোল নং -৫০৪৭৬৭, রেজিষ্টেশন নং-২৭৬১৪০, শিক্ষাবর্ষ-২০০৫-২০০৬। অনেক খোজাখুজি করে ও তার উক্ত এসএসসি ও এইচ.এসসি পরীক্ষার মূল সাটিফিকেট দুইটি পাওয়া যায় নেই।

 

তাই উক্ত বিষয়ে নলছিটি থানায়

সাধারণ ডায়রী হয়েছে। ডায়রী জিডি নং -৭২২ তারিখঃ ১৮/০১/২০২২ইং বাদী হয়ে একটি সাধারণ ডায়রী করেন মো: মিরাজ খান ।