[gtranslate]

নবীনগরে তিনজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ২১, ২০২৪, ৬:০১ অপরাহ্ণ / ৪২
নবীনগরে তিনজনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা।

স্টাফ রিপোর্টারঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে তিনটি ফেইসবুক ফেইক আইডি ও তিনটি নিজস্ব আইডি থেকে অশালীন,কুরুচিপূর্ণ,মানহানিকর বানোয়াট তথ্য প্রচার করে মানহানি করায় আমিনুল ইসলাম নামক একজন বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালতে তিনজনের নামে মামলা করেছে।   ১৯ মার্চ মঙ্গলবার সাইবার পিটিশন মামলা নং ১৪৫/২০২৪ ( ব্রাহ্মণবাড়িয়া) মামলাটি আমলে নিয়ে সি আই ডি ব্রাহ্মণবাড়িয়া কে তদন্তভার দিয়েছে চট্টগ্রাম সাইবার ট্রাইবুনাল আদালত।মামলার বাদী আমিনুল ইসলাম উপজেলার ব্রাক্ষণহাতা গ্রামের গোলাম মোস্তফার ছেলে।এতে আসামিরা হলেন তার একই গ্রামের গ্রামের সৈয়দ শফিকুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম সেলিম, ফরিদ মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম, নোয়াব মিয়ার ছেলে আবু জামাল। মামলাটির তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত আমলে নিয়ে সি আই ডি( ব্রাহ্মণবাড়িয়া) কে তদন্ত দেয়া ও মামলার বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম আইনজীবী সমিতির সদস্য এডভোকেট স্বরুপ কান্তি নাথ।  তথ্য সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আসামিরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে “দূর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াও” বাকশাল প্রতিষ্ঠাতা রিপন মিয়া” মানবতারফেরিওয়ালা ” নামক তিনটি ফেইক আইডি খোলে ও তাদের নিজস্ব আইডি থেকে বাদী ও তার পরিবারের সদস্যদের এবং প্রশাসনিক কর্মকর্তা এমনকি সিজিএম কোর্টে ম্যাজিস্ট্রেট কে নিয়ে অশালীন,কুরুচিপূর্ণ লেখা ও আপত্তিকর ছবি ব্যবহার করে লাগাতার পোস্ট করে মানহানি করে আসতে থাকায় এই মামলাটি দায়ের করে সে। এবিষয়ে মামলার বাদী আমিনুল ইসলাম জানান, সেলিম,সাইফুল,আবু জামাল আমাকে আমার ভাইকে এমনকি আমার পিতামাতা ও আমার ভাই শিল্পপতিকে নিয়ে খারাপ খারাপ কথা লিখে পোস্ট করে মানহানি করায় এই মামলা করেছি। মামলায় উল্লেখিত অভিযোগের বিষয়ে আসামিদের মধ্যে সাইফুল ইসলাম ও সেলিম জানান, তাদের বিরুদ্ধে এগুলো সব মিথ্যে, আমরা এতে জড়িত নয়।