[gtranslate]

দোয়ারাবাজার উপজেলা যেসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : অক্টোবর ২, ২০২১, ৬:১১ অপরাহ্ণ / ১৩৫
দোয়ারাবাজার উপজেলা যেসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে

 

সুনামগঞ্জ জেলা সাংবাদিক:

ইউপি নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোট গ্রহণ ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব। দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের মধ্যে সিলেট বিভাগে ৪৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে দোয়ারাবাজার উপজেলা ৯টি ইউনিয়নে।

দোয়ারাবাজার উপজেলা যেসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে, দোয়ারাবাজার সদর, বাংলাবাজার, লক্ষীপুর, সুরমা, দোহালিয়া, পান্ডারগাও, বোগলাবাজার, নরসিংপুর ও মান্নারগাও ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।