[gtranslate]

দেশজুড়ে বাড়ছে ছোঁয়াচে রোগ মাম্পস।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ২৯, ২০২৩, ২:৪৯ পূর্বাহ্ণ / ৮৫
দেশজুড়ে বাড়ছে ছোঁয়াচে রোগ মাম্পস।

সাংবাদিক জয় 

ছোঁয়াচে রোগ মাম্পস। সারা দেশেই বেড়েছে এর প্রকোপ। গত ৭ বছরের মধ্যে এবার মাম্পসে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। ৪ বছরের শিশু জোনাকি। জ্বরের পাশাপাশি ফুলে গেছে গলার ডান পাশ। একই সমস্যা ৫ বছর বয়সী সাবিনারও। ফুলে গেছে গলা। চিকিৎসক জানিয়েছেন, জোনাকি ও সাবিনা দুজনই মাম্পস ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের আবাসিক মেডিকেল অফিসার ডা. আসিফ সাত্তার জানান, দু-মাস আগেও বাংলাদেশ শিশু হাসপাতালে সপ্তাহে মাম্পস রোগী যেত এক থেকে দুজন। আর বর্তমানে প্রতিদিন সেখানে চিকিৎসা নিতে যাচ্ছে ৩০ থেকে ৪০ শিশু। তাদের বেশির ভাগেরই বয়স ৫ থেকে ১১ বছর। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. রিজওয়ানুল আহসান বিপুল বলেন, ভাইরাসজনিত রোগ মাম্পস ছড়ায় আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে। গুরুতর হলে পরবর্তী সময়ে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাও হারাতে পারে রোগী। যে কোনো বয়সে, যে কেউ মাম্পস ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে ৫ থেকে ৯ বছরের শিশুদের শীত ও বসন্তকালে এ রোগের সংক্রমণের হার সবচেয়ে বেশি।