[gtranslate]

তারাকাদী হযরত আলী ( রা:) মসজিদ ও নূরানী ও হাফেজিয়া মাদ্ রাসা ইফতার ও দোয়া মাহফিল  


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৩, ৫:০০ অপরাহ্ণ / ২১
তারাকাদী হযরত আলী ( রা:) মসজিদ ও নূরানী ও হাফেজিয়া মাদ্ রাসা ইফতার ও দোয়া মাহফিল  

শাহীদুল ইসলাম কালু , শ্রীবরদী প্রতিনিধি 

হরযত আলী ( রা:) মসজিদের সভাপতি জনাব মোঃ মিস্টার আলী সাহেবর মা জননীর জন্য দোয়া ও ইফতারের অনুষ্ঠানিক ভাবে আয়োজন করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫ নং ওয়াডের কাউন্সিলার জনাব মোঃ ফরিদুজ্জামান বাদল শ্রীবরদী পৌরসভা আরো ও উপস্থিত ছিলেন এড: শহীদুল্লাহ শাহী , হয়যত আলী ( র:) মসজিদের সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম , শাহীদুল ইসলাম কালু , এলাকার যুবসমাজ ও এলাকার গন্য মান্য বড় গো উপস্থিত ছিলেন , মাদ্ রাসা ছাএদের নিয়ে মোনাজাত শেষ করেন হয়যত মওলানা মুক্তি, মাহমুদল হাসান রঙপরী সাহেব