[gtranslate]

ডিজিটাল বাংলাদেশ দিবস২০২২ উদযাপন ঝিনাইদহে


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২২, ১২:০৮ অপরাহ্ণ / ১৭
ডিজিটাল বাংলাদেশ দিবস২০২২ উদযাপন ঝিনাইদহে

মোঃ সাজ্জাতুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:

বিজয়ের এই মাসে ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি’ প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (১২ ডিসেম্বর ২০২২) পালিত হচ্ছে ডিজিটাল বাংলাদেশ দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ঝিনাইদহের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনিরা বেগম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, ঝিনাইদহ।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে আজকের এই দিবস উদযাপন সংক্রান্ত কেন্দ্রীয় অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি মহোদয়।

জেলা প্রশাসক, ঝিনাইদহ মহোদয়ের সম্মেলন কক্ষে উপস্থিত থেকে কেন্দ্রীয় অনুষ্ঠানটি উপভোগ করেন প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ।