[gtranslate]

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২১, ১২:৫৭ অপরাহ্ণ / ৭২
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

 

নিউজ ডেস্ক:

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। আজ ১৬ অক্টোবর ২০২১ তারিখে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে টেকেরঘাটে হাওর পরিচ্ছন্নতা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক জনাব মো. জাহাঙ্গীর হোসেন। তিনি পরিবেশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের ঘোষণা দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ, স্কাউটস, সাংবাদিকবৃন্দ, সুধী সমাজ এবং নৌযান মালিক ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। একযোগে এ পরিচ্ছন্নতা অভিযান সুলেমানপুর, লামাগাঁও বাজার ও সংলগ্ন এলাকাসমূহে আরম্ভ হয়েছে। সকলের সহযোগিতায় এ পরিচ্ছন্নতা অভিযানকে সামাজিক আন্দোলনে পরিণত করতে আমরা বদ্ধপরিকর।

তাহিরপুর উপজেলায় বিশ্ব খাদ্য দিবস পালন করা হয়েছে।

তাছাড়া মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযানের উপজেলা পর্যায়ের উদ্বোধন করা হয়েছে।