[gtranslate]

জামিল মাদ্রাসার দেয়াল ধসে ১ জন নিহতঃ


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৩, ১:৩০ অপরাহ্ণ / ১৬
জামিল মাদ্রাসার দেয়াল ধসে ১ জন নিহতঃ

মোঃ মেহেদী হাসান, বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী কওমী ঘরনার শিক্ষা প্রতিষ্ঠান জামিল মাদ্রাসার সীমানা প্রাচীর ধসে আয়নুল হক নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। এ সময় দুই শিশুসহ এক নারীকে আহত অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার চকফরিদ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আয়নুল হক (৫৫) সিরাজগঞ্জ সদর উপজেলার চরনান্দিনা এলাকার বাসিন্দা। তিনি জামিল মাদ্রাসায় নৈশপ্রহরীর পদে এক মাস আগে চাকরিতে যুক্ত হন। আহতরা হলেন, জামিল মাদ্রাসার শিক্ষার্থী বগুড়ার শিবগঞ্জ উপজেলার চণ্ডিহারা এলাকার মো. হামিম (১২), কাহালু উপজেলার মো. মেফতাজুল (৫) ও বগুড়া সদর উপজেলার মাটিডালী এলাকার বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবক মোছাঃ মুক্তা (৩৫)। জানা যায়, প্রতিদিনের মতোই দুপুরে শিক্ষার্থীদের জন্য রান্নার কাজ চলছিল। তখন প্রহরী আয়নুল পকেটে গেটের কাছে ছিলেন। এমন সময় বিকট শব্দে মাদ্রাসার সীমানা প্রাচীর ধসে পড়ে। শব্দ পেয়ে ছুটে আসে আশেপাশের মানুষ। উৎসুক মানুষেরা ঘটনাস্থলে এসে প্রহরী আয়নুলের দেহ ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়া অবস্থায় দেখতে পান। এছাড়াও ধসে পড়া দেয়ালের আঘাতে অভিভাবক মা’সহ আরও দুজন শিক্ষার্থী আহত হয়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে চাপা পড়া লাশ’সহ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান।