[gtranslate]

জামালগঞ্জে ১৫ জন জুয়ারী আটক


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৩, ৬:২১ অপরাহ্ণ / ৫২
জামালগঞ্জে ১৫ জন জুয়ারী আটক

মোঃ শাহীন আলম, স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১৫ জন জুয়ারী কে আটক করা হয়েছে। জানা যায়, থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসেরের নির্দেশক্রমে এসআই মাসুদ পারভেজ জমাদার, এএসআই আকছির মিয়া, এএসআই সুব্রত কুমার চক্রবর্তী ও সঙ্গীয় রবিবার গভীর রাতে জামালগঞ্জের উত্তর ইউনিয়নের পূর্ব কালীপুর গ্রামের শাহিদ মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় ১৫ জন কে আটক করা হয়। এ বিষয়ে পুলিশের প্রেস রিলিজে জানা হয, গত ০১-০৪-২০২৩ খ্রি. রাত ০২:৩০ ঘটিকায় জামালগঞ্জ থানাধীন পূর্ব কালীপুর গ্রামের শাহিদ মিয়ার বসত ঘরে অভিযান পরিচালনা করে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় আটককৃতরা হলেন, আলম মিয়া (৫২), পিতা-মৃত রিফত আলী, সাং-ছোট ঘাগটিয়া, মোঃ হুমায়ুন কবির (৫০), পিতা-মৃত আঃ রকিব, সাং- নয়াহালট, মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা-মোঃ ইসলাম উদ্দিন, সাং-চানপুর, মোঃ ইমদাদুল হক (৩৩), পিতা-মৃত ইদ্রিস আলী, সাং-কালীপুর, মোঃ শুক্কুর আলী (৪৫) পিতা-আঃ হাসিম, সাং-পশ্চিম লম্বাবাক, মোঃ নবী হোসেন (৩৭) পিতা-মৃত আঃ আলী সাং-পশ্চিম লম্বাবাক, আনোয়ার হোসেন (৩০) পিতা-মৃত আঃ জব্বার তালুকদার সাং-কালীপুর, মোঃ মঞ্জিল মিয়া (৪৫), পিতা-মোঃ নুরু মিয়া, সাং-কালীপুর, মোঃ রাসেল(২৫), পিতা-নুর মোহাম্মদ, সাং-পশ্চিম লম্বাবাক, মোঃ সাহিদ মিয়া(২৫) মোঃ মতিউর রহমান, সাং-কালীপুর, হারুনুর রশিদ (৩৮) পিতা-মোঃ আব্দুল করিম, সাং-পশ্চিম লম্বাবাক, মোঃ জেনারেল হোসেন (৩৫) পিতা-মৃত আঃ জব্বার তালুকদার সাং-কালীপুর, মোঃ সহিদুর রহমান (৩৮), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং-পশ্চিম লম্বাবাক, মোস্তফা হোসেন (৫৩) পিতা-মৃত আঃ ছোবহান তালুকদার, সাং- পশ্চিম লম্বাবাক, মোঃ নুরল ইসলাম(৫০), পিতা-মৃত আব্দুল কুদ্দুস সাং-উত্তর কামলাবাজ। এ সময় জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জামাদি, তাস-১৫৬টি, নগদ ১৮০৬০/- টাকা, জুয়া খেলার আসরে ব্যবহৃত ০১টি লাল সাদা রংয়ের প্রিন্টের বিছানার চাদর ও ০১টি পাটি, বিভিন্ন ব্র্যান্ডের ১৩টি মোবাইল সেট সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত বিষয় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে জামালগঞ্জ থানায় জুয়া আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।##মোঃ  শাহীন আলম/স্টাফ রিপোর্টার/ জামালগঞ্জ