[gtranslate]

জাতীয় লেখক সাংবাদিক ঐক্য কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : জানুয়ারি ২০, ২০২৩, ৫:৫০ অপরাহ্ণ / ২৭
জাতীয় লেখক সাংবাদিক ঐক্য কল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে

বিশেষ প্রতিনিধি:

সুপ্রিয় সাংবাদিক সহযোদ্ধা বন্ধুগণ;

সালাম ও শুভেচ্ছা নিবেন।

জাতীয় লেখক সাংবাদিক ঐক্য কল্যাণ পরিষদ ((জেএল‌এস‌একেপি)) এর আপনাদের সাথে নিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি । সাংবাদিক ও লেখকদের অধিকার,দাবি ও মর্যাদা রক্ষার সংগঠন ((জেএল‌এস‌একেপি))

নানা ষড়যন্ত্র,চক্রান্ত আর ঘাত-প্রতিঘাত পেরিয়ে সংগঠনটির পথ চলবে সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধতায় একদিন বৃহত্তম সংগঠনে পরিণত হবে বলে আমার বিশ্বাস। (জেএল‌এস‌একেপি) ছায়াতলে সারাদেশের সাংবাদিকরা আসবে বলে আমি আশাবাদী, একদিন জাতীয় নেটওয়ার্ক হবে। চেষ্টা অব্যাহত রয়েছে নিজ পেশার মাঝে কাঁদাছোড়াছুড়ি থেকে মুক্ত করে ঐক্য প্রতিষ্ঠার স্বপ্ন শুরু থেকেই।

৩১শে জানুয়ারি ২০২৩ এর মধ্যে কেন্দ্রীয় কমিটি গঠন করতে যাচ্ছি আগামী এক বছরের জন্য।

সুশৃঙ্খল এ সংগঠনটির মাঝে আত্মবিশ্বাস, ঐক্য,ভালোবাসা আর পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে যাবে লেখক ও সাংবাদিকদের দাবি আদায়ের আন্দোলনে।

সকলের ভালোবাসায় এগিয়ে যাক আপনার প্রিয় সংগঠন (জেএল‌এস‌একেপি)।

(স্বপ্ন দেখো, বাস্তবে রূপ নিতে, ঘুমিয়ে না থেকে কাজে লেগে পরো।)

হাম্মাদ আহমদ

প্রতিষ্ঠাতা

(জেএল‌এস‌একেপি)

১৯ জানুয়ারি ২০২৩ খ্রী: