[gtranslate]

জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৩, ৯:৩৭ পূর্বাহ্ণ / ৪৮
জয়পুরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট প্রতিনিধিঃ-

জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকাল ৮টায় শহীদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের হূইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামসুল আলম, পুলিশ সুপার মোঃ নুরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেটসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক সামাজিক নানা সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে এ উপলক্ষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভিপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট। আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় সংসদের হূইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা।