[gtranslate]

জগন্নাথপুরে “নিরাপদ সড়ক চাই “এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ৬, ২০২৩, ৭:১২ অপরাহ্ণ / ২২
জগন্নাথপুরে “নিরাপদ সড়ক চাই “এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

হুমায়ূন কবীর ফরীদি, বিশেষ প্রতিনিধিঃ

জগন্নাথপুরে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর উদ্যোগে আলিম-উলামা ও এতিম শিক্ষার্থীদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে রোজাদার মুসলিম উম্মাহ বিশেষ করে আলিম-উলামা ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের সম্মানার্থে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা শাখা নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে ৬ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার উপজেলার মজিদপুর গ্রামস্থ সায়েক কমিউনিটি সেন্টারে ইফতার ও দোয়া মাহফিল এর পাশা-পাশি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সভাপতি মোঃ জাহেদ আহমদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি শামসুজ্জামান শামীম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আবুল হোসেন লালন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌর সভার সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক ছমির উদ্দিন ও শফিকুল আহমদ ভূইয়া এতিম খানা ও মাদ্রাসার পরিচালক মাওলানা মোঃ আহমেদ শফি। ইফতার ও আলোচনা সভা পূর্ব সময়ে বিশ্ববাসীর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ূ কামনা করার পাশা-পাশি সর্বক্ষেত্রে আল্লাহ তাআলার রহমত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন, জহির ইনস্টিটিউট এর পরিচালক ক্বারী মাওলানা মোঃ জহিরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, নিরাপদ সড়ক চাই (নিসচা) এট যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার, জয়নুল হক জয়, সাবেক সদস্য ইটালি প্রবাসী শামীম আহমদ, সদস্য সালাউদ্দিন আহমদ, জুয়েব আহমদ, আলাউর রাহমান, জামী মোহাম্মদ রাহী, শফিকুল ইসলাম ভূঁইয়া এতিমখানা ও মাদ্রাসার আলিম- উলামা এবং শিক্ষার্থী সহ ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরাম।