[gtranslate]

ছাতকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে সাক্ষাৎ করেছেন পৌর কাউন্সিলরসহ নোয়ারাই এলাকাবাসী


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ১৮, ২০২৩, ৩:০২ অপরাহ্ণ / ১৯
ছাতকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে সাক্ষাৎ করেছেন পৌর কাউন্সিলরসহ নোয়ারাই এলাকাবাসী

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতকের বিভিন্ন এলাকায় প্রচন্ড গরম ও পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ছাতক বিদ্যুৎ বিক্রয় কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের সাথে সাক্ষাৎ করেছেন ছাতক পৌরসভার ১নং কাউন্সিলর ও ৩নং ভারপ্রাপ্ত কাউন্সিলর হাজী নাজিমুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও নোয়ারাই গ্রামের বাসিন্দা আব্দুল মমিন চৌধুরী, নোটারী পাবলিক এ্যাডভোকেট আব্দুস ছালাম, ব্যবসায়ী মকু মিয়া, সাংবাদিক আমির আলীসহ স্থানীয় ও ব্যবসায়ীবৃন্দ।সোমবার সাক্ষাৎকালে তারা অভিযোগ করে বলেন, পবিত্র রমজান মাসে লোডশেডিং বৃদ্ধি করা হয়েছে। ছাতক পৌর শহর, কালারুকাসহ সুরমার উত্তর পাড় নোয়ারাই এলাকায় বেশি-বেশি লোডশেডিং হচ্ছে।পবিত্র রমজান মাসে ইফতার ও সেহরির সময়ে ও বিদ্যুৎ আসা-যাওয়া করছে। প্রচন্ড গরম ও পবিত্র রমজানে বিদ্যুতের লোডশেডিং এর কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তারা দ্রুত এসবের সমাধান দাবি করেন। বিদ্যুৎ না থাকলে কি সমস্যা হয়েছে এবিষয়ে জানতে কাউকে ফোন দিলে কর্মকর্তারা ফোন রিসিভ করেননি এমন অভিযোগ ও তারা করেছেন। প্রচন্ড গরম, ইফতার, তারাবী ও সেহরীর সময়কে লক্ষ্য করে যাতে বিদ্যুতের লোডশেডিং দেয়া হয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি করেন নেতৃবৃন্দ। এ সময় নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান নেতৃবৃন্দকে পবিত্র রমজান মাসে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছেন।##