[gtranslate]

চুরি ও নারী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে গ্রেফতার হয়েছেন সাংবাদিক ইলিয়াস


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২২, ১০:৫৩ পূর্বাহ্ণ / ৩০
চুরি ও নারী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে গ্রেফতার হয়েছেন সাংবাদিক ইলিয়াস

 

আন্তর্জাতিক ডেস্ক:

চুরি ও নারী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে গ্রেফতার হয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। স্থানীয় সময় সোমবার (৭ নভেম্বর) গ্রেফতার হন তিনি। একাধিক প্রবাসী সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, যুক্তরাষ্ট্র মহিলা দলের নেত্রী নীরা রাব্বানী দায়েরকৃত চুরি ও নারী নির্যাতনের মামলায় গ্রেফতার হয়েছেন সাংবাদিক ইলিয়াস।

এর আগে গত ২২ অক্টোবর নিউইয়র্কে বিএনপি নেতা জ্যাকব মিল্টন ও নেত্রী নীরা রাব্বানীর সঙ্গে ইলিয়াসের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে নিউইয়র্ক পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন নীরা রাব্বানী।

২২ অক্টোবরের সেই ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়। সেখানে ইলিয়াসকে উত্তেজিত অবস্থায় অশ্লীল ভাষায় কথা বলতেও দেখা গেছে। এমনকি ওই নারীকেও গালাগালি করেন তিনি।

সূত্র: bdnews24