[gtranslate]

চাটখিলে বঙ্গবন্ধু, গণমাধ্যম ও বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২২, ৬:৩৩ অপরাহ্ণ / ১২৩
চাটখিলে বঙ্গবন্ধু, গণমাধ্যম ও বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টারঃ

চাটখিল,নোয়াখালী,১৮ আগষ্ট,২০২২: সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ণ, সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন, জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ১৪ দফা দাবীতে বঙ্গবন্ধু, গণমাধ্যম ও বাংলাদেশ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) চাটখিল উপজেলা শাখার উদ্যােগে (১৮ আগস্ট) বৃস্পতিবার সন্ধ্যায় চাটখিল স্কাইভিউ চাইনিজ এন্ড রেস্টুরেন্ট হল রুমে ১৪ দফা দাবী নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম নোয়াখালী জেলা কমিটির যুগ্ম সম্পাদক চাটখিল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল কাননের সভাপতিত্বে ও সাংবাদিক মেহেদী হাছান রুবেল ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বাবর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব,
সাংবাদিক ফোরামে সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চাটখিল উপজেলা শাখার সদস্য সচিব ইয়াছিন চৌধুরী।

বক্তব্য রাখেন সাংবাদিক মনির হোসেন সোহেল, সাইফুল ইসলাম রিয়াদ, মোঃ ইসমাইল হোসেন সজিব, অমলেস ভট্টাচার্য পলাশ।

বক্তারা এই সংগঠনের মাধ্যমে তৃণমূল তথা মফস্বল সাংবাদিকতার সমস্যা সমাধানের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের চাটখিল উপজেলা শাখার সদস্যবৃন্দ।