[gtranslate]

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক সহ ১জনকে আটক করেছে বিজিবি


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৩, ১২:৫৮ অপরাহ্ণ / ২০
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক সহ ১জনকে আটক করেছে বিজিবি

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলাচর আলাতলী ইউনিয়নের শান্তিপাড়া গ্রামে শুক্রবার (৩১ মার্চ) আনুমানিক রাত সাড়ে ১২টার সময় বডার গার্ড বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবির অধীনস্থ পোলাডাংগা বিওপির একটি টহলদল একটি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ০১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার কর হয়। এছাড়া একই দিন আনুমানিক সকাল ০৭টা ১০ মিনিটের সময় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩বিজিবির অধীনস্থ  বিওপির একটি টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের খোন্দাকামাত গ্রামে একটি অভিযান পরিচালনা করে ৭৮৮ পিস ভারতীয় ইয়াবা সহ ১ জনকে আটক করে। আটককৃত চোরাকারবারি হলেন শিবগঞ্জ উপজেলার খাসারহাট রসুনচক গ্রামের -মৃত এহসান মাহমুদের ছেলে মোঃ গেদু মিয়া (৭৫)।আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবাসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে বলে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে। প্রেচাপস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, বলেন চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।