[gtranslate]

ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয়।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : নভেম্বর ১১, ২০২১, ৪:০৬ পূর্বাহ্ণ / ৬৮
ঘরে ঘরে পাহারা দিয়ে সহিংসতা ঠেকানো সম্ভব নয়।

 

নিউজ ডেস্ক

ঘরে ঘরে পাহারা দিয়ে নির্বাচনি সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। বুধবার বিকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সহিংসতা এড়াতে নির্বাচনে অংশগ্রহণকারীদের সহনশীল হওয়ার আহ্বানও করেন সিইসি। এসময় তিনি আরো বলেন, আগামীকাল ইউপি নির্বাচন উৎসবমুখর পরিবেশে হবে। সহিংসতা বন্ধে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলেনও জানান তিনি।

এছাড়া, ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮৪০টি ইউনিয়ন পরিষদের ভোট আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩৩টি ইউনিয়ন পরিষদে ইভিএমে ভোট হবে।

নরসিংদীসহ কয়েকটি ঘটনার সংঘাতের প্রসঙ্গ টেনে এসময় নূরুল হুদা বলেন, “এ জাতীয় ঘটনা এভাবে পাহারা দিয়ে ঠেকানো যায় না, বাস্তবতা হলো এটা।

“ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা। নির্বাচনসুলভ আচরণ করতে হবে।

চেয়ারম্যান পদে দলীয় প্রতীকের এ নির্বাচনে সহিংসতার ঘটনায় ‘অস্বস্তি’ ও ‘উদ্বেগ’ প্রকাশ করে এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেয় ইসি।

এ ধাপে বৃহস্পতিবার ৮৪৬ ইউনিয়ন পরিষদে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ইতোমধ্যে দ্বিতীয় ধাপের ভোটের প্রস্তুতি গুছিয়ে আনার কথা জানিয়েছে নির্বাচন কমিশন