[gtranslate]

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ১৫, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ণ / ২২
গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোঃবাসির (১৮)নামের এক জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার গোমস্তাপুর নুহস্ট্যান্ড নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। মৃত্যু ব্যাক্তি গোমস্তাপুর ইউনিয়নের বিষুক্ষেত্র গ্রামের টুটুল আলীর ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত্যু ব্যাক্তি ফ্রেস ইটভাটা থেকে ট্রাক্টর গাড়িতে ইট ভর্তি করে গোমস্তাপুরের উদ্দেশ্যে রওনা দিলে নুহস্ট্যান্ড নামক স্থানে, একই দিক থেকে আসা যাত্রীবাহী বাস যাহার নং নবাবগঞ্জ-জ ০৫০০০১ সাইড থেকে চাপা দিলে ট্রাক্টার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায় এবং মৃত্যু ব্যক্তি গাছের সাথে মাথায় আঘাত লেগে গুরুতর জখম অবস্থায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসার সময় মৃত্যুবরণ করে।  বিষয়টি নিশ্চিত করে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান জানান, সুরতহাল রিপোর্ট শেষে মৃত্যু ব্যক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে ইউডি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।