[gtranslate]

গোমস্তাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : এপ্রিল ১৭, ২০২৩, ৮:৩০ পূর্বাহ্ণ / ২৪
গোমস্তাপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন।

মোঃ দুলাল আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস ২০২৩, উদযাপন করা হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় অফিসে জাতীয় দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও আলোচনা সভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর সভাপতি আব্দুল আজিজ, মোবাইল বার্তায় মেহেরপুর মুজিবনগর থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ দুই আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও সভাপতি গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগ মোহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, রহনপুর পৌর সাবেক (মেয়র) ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, রহনপুর পৌর ছাত্র লীগ সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গোমস্তাপুর উপজেলা আওয়ামী যুবলীগ (ভারপ্রাপ্ত) সভাপতি মোহসীন আলী প্রমুখ। গোমস্তাপুর উপজেলার জাতীয় রিকশা ভ্যান
শ্রমিক লীগের সভাপতি রুবেল হাসান, গোমস্তাপুর উপজেলার জাতীয় রিকশা ভ্যান, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলম প্রমুখ।