[gtranslate]

ক্লিন রিভার বাংলাদেশের বিভাগীয় অধিনায়কদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২২, ৪:০৭ অপরাহ্ণ / ৬৩
ক্লিন রিভার বাংলাদেশের বিভাগীয় অধিনায়কদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত।

 

স্টাফ রিপোর্টার:

আজ ১৯ মার্চ ২০২২ ইং শনিবার ক্লিন রিভার বাংলাদেশের ডিভিশনাল ক্যাপ্টেনদের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন ক্লিন রিভার বাংলাদেশের নির্বাহী প্রধান ও কান্ট্রি ক্যাপ্টেন জনাব সোহাগ মহাজন।ক্লিন রিভার বাংলাদেশের কান্ট্রি সেক্রেটারি জনাব মনোরঞ্জন মন্ডল স্যার এর সঞ্চালনায় সভায় চলমান সাংগঠনিক কার্যক্রম ও আগামীর করনীয় বিষয়ে বক্তব্য রাখতে ক্লিন রিভার বাংলাদেশ রংপুর বিভাগের ডিভিশনাল কো-ক্যাপ্টেন জনাব ফরহাদুল ইসলাম,বরিশাল বিভাগের ডিভিশনাল ক্যাপ্টেন জনাব হাসান শাহরিয়ার রিজভী,বরিশাল বিভাগের কো- ডিভিশনাল ক্যাপ্টেন জনাব শাকিল হাওলাদার রনি,চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ক্যাপ্টেন জনাব রেদোয়ান আল হুসাইন সৌরভ,চট্টগ্রাম বিভাগের কো-ডিভিশনাল ক্যাপ্টেন জনাব আরিফুল ইসলাম,খুলনা বিভাগের ডিভিশনাল ক্যাপ্টেন জনাব ইস্রাফিল বয়াতী,খুলনা বিভাগের ডিভিশনাল কো- ক্যাপ্টেন জনাব মুজাহিদুল ইসলাম(ভারপ্রাপ্ত),ঢাকা বিভাগের ডিভিশনাল ক্যাপ্টেন নুর নাহার আক্তার মিলি,

ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল ক্যাপ্টেন জুলেখা আকন্দ ঝুমা,সিলেট বিভাগের ডিভিশনাল ক্যাপ্টেন জনাব আবু তালহা এবং রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত ডিভিশনাল কো-ক্যাপ্টেন জনাব মিজানুর রহমান প্রমুখ।

সভায় ক্লিন রিভার বাংলাদেশের বর্তমান চলমান ও আগামীদিনের স্থানীয় ও জাতীয় ইভেন্ট এবং সাংগঠনিক বিষয়ে বিস্তর আলোচনা ও বিভিন্ন বিষয়ে সিধান্ত গ্রহণ করা হয়।