[gtranslate]

কুমিল্লা ই হবে প্রাণিজ আমিষের উৎপাদনের রোল মডেল। হাজি আ,ক,ম বাহাউদ্দীন বাহার এম,পি।


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : ফেব্রুয়ারি ২৫, ২০২৩, ৩:৪২ অপরাহ্ণ / ২৯
কুমিল্লা ই হবে প্রাণিজ আমিষের উৎপাদনের রোল মডেল। হাজি আ,ক,ম বাহাউদ্দীন বাহার এম,পি।

মোঃ জাকারিয়া, স্হানিয় প্রতিনিধি,কুমিল্লা। 

সমগ্র দেশের ন্যায় উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারারি হাসপাতাল ,আদর্শ সদর এর আয়ো জনে, স্মার্ট লাইভ স্টক,স্মার্ট বালাদেশ স্লোগানে লাইভ স্টক ডেইরী ডাভাল্পমেন্ট প্রজেক্টের( এল,ডি,ডি,পি) সহায়তায় দিন ব্যাপি প্রাণি প্রদর্শনী ও বিভিন্ন ঔষধ কোম্পানির পন্য প্রদর্শনীর মেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমিল্লার গণ মানুষের নেতা, জনন্দিত সাসদ হাজি আ,ক,ম বাহাউদ্দীন বাহার, সাংসদ কুমিল্লা ০৬ আসন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঃঃ জনাব এডভোকেট আমিনুল ইসলাম টুটুল চেয়ারম্যান, আদর্শ সদর, উপজেলা পরিষদ,কুমিল্লা। জনাব ডাঃ মোঃ নজরুল ইসলাম, জেলা প্রাণি সম্পদ কর্ম কর্তা,কুমিল্লা। জনাব,তারিকুর রহমান জুয়েল, ভাইস চেয়ারম্যান, আদর্শ সদর, উপজেলা পরিষদ,কুমিল্লা। সভাপতিত্ব করেন জনাব কানিজ ফাতেমা উপজেলা নির্বাহীকর্মকর্তা,আদর্শ সদর,কুমিল্লা। ঔষধ কোম্পানিগুলো হলো স্কয়ার,দি একমি ল্যাবরেটরিজ,পপুলার, অপসো নীন,ভাইজো এন্ড ব্রাদারস,ফার্ম এন্ড ফার্ম্স,জেনারেল,বেস্ট ফার্মা,রেনেটা,টেকনো, সহ বহু কোম্পানি প্রতিনিধিগন। মেলাতে আকর্ষনীয় ছিল ফার্সিয়ান ক্যাট,সৌখিন কবুতর ও পাখি। উন্নত জাতের গাভি, বকনা,এড়ে, গাড়ল,ছাগল,ভেড়া,হাঁস,কবুতর, আধুনিক যন্ত্রপাতি, দুগ্ধ জাত পন্য, দুধ,ডিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণি সম্পদ কর্ম কর্তা জনাব ডাঃসুমন ভৌমিক। খামারিদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন জনাব মোঃ জাকারিয়া। জেলা প্রাণি সম্পদ কর্ম কর্তা জনাব ডাঃ নজরুল ইসলাম এক পরিসংখ্যানে কুমিল্লার উৎপাদিত পন্যও বিপননের সার্বিক চিত্র তুলে ধরেন প্রধান অতিথি কে। তিন করোনা কালিন সময়ে ভ্রাম্যমান দুধ,ডিম বিক্রি র তথ্য ও তুলে ধরেন। তাতে সন্তুষ্টি প্রকাশ করে প্রধান অতিথি তার বক্তব্য কালে বলেন যে কুমিল্লা ই হবে প্রাণিজ আমিষ উৎপাদনে বাংলাদেশের রোল মডেল। সার্বিক সহোযোগিতায় ছিলেন ভেটেরিনারি সার্জন, এল,ইউ,উপ সহকারি কর্মকর্তাবৃন্দ। এ,আই,টেকনিশিয়ান গন। এল,এস,পি।