[gtranslate]

কুমিল্লায় মণ্ডপটিতে পূজা বন্ধ করে দেওয়া হয়েছে


প্রাচেস্টা নিউজ প্রকাশের সময় : অক্টোবর ১৩, ২০২১, ৩:৫৩ অপরাহ্ণ / ৯৬
কুমিল্লায় মণ্ডপটিতে পূজা বন্ধ করে দেওয়া হয়েছে

 

অনলাইন ডেস্ক:

কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ে একটি পূজামন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভের মুখে মণ্ডপটিতে পূজা বন্ধ করে দেওয়া হয়েছে।

নাম প্রকাশ না করার সর্তে প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে এবং তাদের শাস্তির আওয়াত আনা হবে।

আজ কুমিল্লার নানুয়ার দিঘিরপাড়ে একটি পূজামন্ডপে পবিত্র কুরআন শরীফ অবমাননা করা হয়।

এসময় কুমিল্লা কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল আজিম এসে পবিত্র কুরআন শরীফটিকে উদ্ধার করে।

এ ঘটনায় কুমিল্লায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে বেশ কয়েক জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।